
অনুকূল : একটি সংস্থা যা সহিংসতা মুক্ত সুন্দর পরিবার গড়ার লক্ষে কাজ করে।
অনুকূল একটি অলাভজনক সংস্থা, যার মূল লক্ষ্য তরুণদের শক্তি ব্যবহার করে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার মাধ্যমে পারিবারিক সহিংসতা রোধে কাজ করা। পারিবারিক সহিংসতা বলতে যেকোন ধরনের অপব্যবহার বা নির্যাতনকে বোঝায়, সেটা হতে পারে শারিরীক, মানসিক বা যৌন যা একটি ঘরোয়া পরিবেশের মধ্যে ঘটে, সাধারনত স্বামী-স্ত্রী বা পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে। পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী ‘পারিবারিক সহিংসতা বলিতে পারিবারিক সম্পর্ক রহিয়াছে এমন কোন ব্যক্তি কতৃর্ক পরিবারের অপর কোন নারী বা শিশু সদস্যের উপর শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, যৌন নির্যাতন অথবা আর্থিক ক্ষতিকে বুঝাইবে।’ এটি গুরুতর শারীরিক আঘাত, দীর্ঘস্থায়ী মানসিক আঘাত এবং দুঃখজনক ভাবে কখনো কখনো মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। পারিবারিক সহিংসতার প্রভাব শুধুমাত্র ক্ষতিগ্রস্থ ব্যক্তি পর্যন্ত সীমাবদ্ধ নয় এর প্রভাব অনেকবেশি প্রসারিত, এটি একটি শিশুকে গভীরভাবে প্রভাবিত করতে পারে যারা এই ধরনের সহিংসতা প্রত্যক্ষ করছে প্রতিনিয়ত। এটি শিশুর স্বাভাবিক বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধিতে বাধাগ্রস্ত করে যা মূলত সমগ্র সম্প্রদায়কে প্রভাবিত করে।
অনুকূলের লক্ষ্য হলো যুব শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা, সচেতনামূলক প্রচারাভিযান এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার মাধ্যমে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই করা। ক্ষতিগ্রস্তদের তথ্য সহায়তা প্রধান করার মাধ্যমেও এই সংস্থা মানুষের পাশে থাকবে৷ উপরন্তু, অনুকূল সমাজে শ্রদ্ধা ও সমতার সংস্কৃতি গড়ে তোলার জন্য কাজ করে যাবে এবং সমাজে সহিংসতার বিরুদ্ধে কথা বলতে ও সহিংসতার দ্বারা প্রভাবিতদের সহায়তা করতে মানুষকে উৎসাহিত করবে। এই সংস্থা এমন কোনও বিষয়কে প্রচার বা সমর্থন করে না যা দৃশ্যত কোন ধর্ম বা সংস্কৃতিকে আঘাত করে। সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অনুকূল এমন একটি সমাজ তৈরি করতে চায় যেখানে থাকবে না কোন সহিংসতা এবং নিরাপত্তা, মর্যাদা এবং পারস্পরিক শ্রদ্ধা প্রতিটি পরিবারের ভিত্তি।
এই উদ্যোগটি শুধুমাত্র পারিবারিক সহিংসতার দ্বারা প্রভাবিতদের তাৎক্ষণিক প্রয়োজনগুলোকে সম্বোধন করে না বরং সামাজিক মনোভাব পরিবর্তনেও কাজ করে যা প্রায়ই পারিবারিক অপব্যবহারকে স্বাভাবিক মনে করে বা উপেক্ষা করে। তরুনদের শক্তি এবং প্রতিশ্রুতিকে কাজে লাগিয়ে যে কোন আকারের সহিংসতামুক্ত পরিবার এবং সুন্দর সম্পর্কের গুরুত্ব নিয়ে আপনার মতামতকে অনুকূল স্বাগত জানায়।
ANUKUL: “An organization dedicated to fostering peaceful and harmonious families, free from violence.”
ANUKUL is a nonprofit organization that works to prevent domestic abuse by using youths’ influence to increase societal awareness with a view to supporting those who are impacted. Any kind of physical, psychological, or sexual abuse or mistreatment that takes place in a domestic setting, usually involving spouses or other family members, is considered domestic violence. According to Section 3 of the Domestic Violence (Prevention and Protection) Act, 2010, ‘domestic violence refers to any physical, psychological, sexual, or financial abuse upon a child or woman by any family member when they are in a family connection.’ Serious bodily harm, chronic psychological anguish, and in the worst situations, even death, may be a consequence of domestic violence. Domestic violence has a significant negative impact on children who witness it alongside the person who is directly impacted. It may impede their growth and creativity, which will ultimately have an impact on the larger community.
ANUKUL looks forward to eliminating domestic violence through community involvement, education and awareness raising initiatives guided by the enthusiasm and dedication of the young people. Moreover, ANUKUL is committed to fostering a culture of respect and equality . This platform encourages everyone to raise their voices against abuse and show empathy to the victims. This organization does not endorse or promote any views that might offend any religion,culture or community. By collaboration, ANUKUL hopes to create a world free from violence where each family is built on mutual respect, safety, and dignity.
In addition to meeting the urgent needs of victims of domestic abuse, this initiative aims to change perceptions that frequently ignore or legitimize domestic abuse. ANUKUL welcomes your ideas to promote healthy relationships and violence-free families by harnessing the strength and commitment of young people.
