Distribution of Blanket and Spreading Awareness to Restore Happy Family

 

শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে অনুকূল-এর উদ্যোগে ভাটারা আইডিয়াল স্কুলে ৪ জানুয়ারি ২০২৫ তারিখে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরন কর্মসূচিতে উপস্থিত জনসাধারনের মাঝে অনুকূলের মূলবার্তা অর্থাৎ পারিবারিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা তৈরির প্রয়াস করা হয়। সুখি পরিবারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং সবাইকে যে যার জায়গা থেকে যেকোন প্রকার সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে আহ্বান করা হয়। শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতার সাথে প্রতিটি পরিবার গড়ে তুলতে আহ্বান জানানো হয়। কম্বল বিতরন কর্মসূচিতে অনুকূলের প্রতিষ্ঠাতা সহ কেন্দ্রীয় কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন

Spreading warmth and kindness this winter by blankets to those in need. Together we can actually make a difference. 🌟

Scroll to Top