
এই ঈদ উপলক্ষে, অনুকূল এর ফিল্ড ওয়ার্ক বিভাগের পরিচালক সৌনক সায়ন্তন কিংশুক এবং আমাদের নিবেদিত সদস্য সামিন সায়ন্তন অংশুক এর নেতৃত্বে নীলফামারী জেলার একটি স্হানীয় এলাকায় প্রায় ৩৬ টি পরিবার কে সামান্য ঈদ উপহার দিতে সক্ষম হই।
পরিবারের সকল সদস্যের শান্তি, নিরাপত্তা আর সম্মান, এই বিষয়গুলো ছিলো আমাদের এই কর্মসূচির আলোচনার মূল জায়গা।আমরা উপলব্ধি করেছি কখনো কখনো একটু গল্প আর মনোযোগ অনেক বড় প্রভাব ফেলে!
আমরা শুধু দেইনি,আমরা পেয়েছিও-ভরসা,ভালোবাসা আর বদলে দেওয়ার তাগিদ ✨


